Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাধারণ তথ্য
 আত্ন-সামাজিক উন্নয়ন
আত্ন-সামাজিক উন্নয়ন ও সামাজিক সুরক্ষা


  1. নারী উদ্যেক্তা উন্নয়ন প্রয়াস কর্মসূচি “জয়িতা : এ উপজেলায় মোট নিবন্ধিত মহিলা সমিতি ৬টি। এ সকল সমিতি সদস্যদের সমসংখ্যক ছোট ছোট নারী উদ্যোক্তা রয়েছে। প্রাপ্ত ও অনুকুল নারী বন্ধব কাঠামো না থাকার কারণে সদস্যদের উৎপাদিত পন্য সামগ্রী বাজারজাত করণে কার্যকর কোন ভূমিকা রাখতে পারতেন না। এ সমস্যা নারী উদ্যোক্তাগন তাদের পন্য বা সেবা বিপননে যথেস্ট অভিজ্ঞ নন। ছোট ছোট নারী উদ্যোক্তাদের তাদের উৎপাদিত পন্য বা সেবা বাজারজাতকরনের জন্য মধ্যস্থত্ত ভোগীদের উপর নির্ভর করতে হয়। ফলে নারী উদ্যোক্তারা পূর্ণাঙ্গ সুফল ভোগ করতে পারতেন না। এলাকায় আনাচে কানাচে ছড়িয়ে থাকা ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের উৎপাদিত পন্য ও সেবা বিপনন এবং বাজারজাতকরনের লক্ষ্যে জয়িতার মাধ্যমে একটি নারী উদ্যেক্তা বান্ধব কার্যক্রম গড়ে তোলার প্রয়াস নেওয়া হচ্ছে।সেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধন,নিয়ন্ত্রণ ও অনুদান বিতরণঃ পটভূমিঃ ১৯৬১ সনের ৪৬নং অডিন্যান্স অনুযায়ী স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ প্রতিষ্ঠানসমূহের রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা হয়। ১৯৭৮ সনের ৫ই এপ্রিল বিজ্ঞপ্তি নং পি-এস/মবি-৪৬৫/৭৭-২৪০-১৯৬১ এর প্রেক্ষিতে মহিলা স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থা সমূহ রেজিস্ট্রিকরন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ (১৯৬১ সনের ৪৬নং অধ্যদেশ এর ক্ষমতা বলে শুধুমাত্র মহিলাদের দ্বারা গঠিত স্বেচ্ছাসেবী মহিলা প্রতিষ্টান সমূহকে নিবন্ধন এবং সমিতি সমূহের মধ্য বার্ষিক অনুদান বিতরণ করা হচ্ছে।


(ক) অনুদান প্রদানরে উদ্দেশ্যঃ 

    (১) আর্থিক সাহার্য্যর মাধ্যমে আর্থিক সঙ্গতিহীন কর্মক্ষম মহিলাদেরকে উন্নয়ন মূলক কর্মকান্ড সম্পৃক্ত ও তাদের আত্ন নির্ভরশীল করা।

    (২) নিবন্ধনকৃত মহিলা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান/সংস্থাকে অনুদানের মাধ্যমে দুঃস্থ, স্বামী পরিত্যক্তা, বিধবা, অবিবাহিতা ও প্রতিবন্ধি মহিলাদেরকে সংগঠিত করে প্রতিষ্ঠান/সংস্থা গঠনের মাধ্যমে একত্রে দলগতভাবে কাজ করতে উৎসাহিত করা। 

    (৩) ঘুর্ণীয়মান ঋণ তহবিল হিসেবে ঋণ বিতরণের লক্ষ্যে বিশেষ অনুদান প্রদান করা।

(খ) ভিডব্লিউবি( Vulnerable Woman Benefit) কার্যক্রমঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নির্দেশনায় ১৯৭৪ সালের ৩ অক্টোবর বিশ্বখাদ্য কর্মসূচিও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে দরিদ্র মানুষের খাদ্য সহায়তা(রিলিফ) প্রদানের জন্য এ কার্যক্রম শুরু করা হয়।পরবর্তীতে ভিডব্লিউবি(পূর্বের ভিজিডি) হিসেবে কার্যক্রম গ্রহণ করা হয়।

(গ) সেলাই মেশিন বিতরণঃ দুঃস্থ ও প্রশিক্ষিত নারীদের আয়বর্ধক কর্মকান্ডে সহায়তার উদ্দেশ্যে প্রতিবছর সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী সেলাই মেশিন বিতরণ করা হয়।